সর্বশেষ সংবাদ
স্বপ্নের শুরুটা প্রায় এক যুগ আগে। ২০১২ সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিভাগে ভর্তির পরই রকেট তৈরির নেশা ঘুরতে থাকে নাহিয়ান আল রহমান অলির। পাঁচ বছর একাই হাঁটেন স্বপ্ন পূরণের পথে। এরপর ২০১৮ সালে সমমনা কিছু তরুণ যুক্ত হয় তার দলে। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ২০২২ সালে টানা চার বছরের পরিশ্রমে তৈরি হয় কাঙিক্ষত রকেট। একে একে তৈরি করেন চারটি রকেট। যদিও অনুমতি না মেলায় সেগুলো আর উৎক্ষেপণের সুযোগ হয়নি। তবে এবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নাহিয়ানের।