সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার : জুলুম অবিচার হয়রানীর শেষ কোথায়? সহকারী ম্যানেজার ফয়সল তিতাস ময়মনসিংহ যোগদান করার পর নানাভাবে বিভিন্ন দুর্নীতি অনিয়ম করে চলেছে। সে ময়মনসিংহ টাউনের পোলা ট্যাকা দিলে অবৈধ সংযোগ চলবে নতুতোবা নয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে ফয়সলের নেতৃত্বে তিতাসের একটি টিম লাইন ফাটায় অভিযান শুরু করে। এক পর্যায়ে দিগার কান্দা শান্তি নগর এলাকায় ৪ তালা ভবনের আছমা খাতুন বাড়ীর মালিক হিসাবে বকেয়া গ্যাস লাইন বিল কেন পরিশোধ করা হচ্ছেনা তাকে চার্জ করে। আছমা খাতুন কে এক পর্যায়ে সহকারী ম্যানেজার হুমকি ধমকি দেয়। আছমা খাতুন জানান ৪/৫ মাস পর পর আপনাদের একাউন্টে ৫০ হাজার করে টাকা দিই আবার বিল কিশের । এ কথা শুনে ফয়সল তেলে বেগুনে জ্বলে উঠে এবং তার উপর অশুভ আচরণ করেন। লাইন গুলো বিচ্ছিন্ন করে নিয়ে সেই মহূতেই আছমা খাতুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে। ফয়সল আছমা খাতুনের বাড়ীর তিতাস গ্যাসে খাচার তালা ভেঙ্গে রাইজার কেটে নিয়ে যায় এবং পুরান ইনসুলেটার ভেঙ্গে যাওয়ায় নতুন ইনসুলেটার দিয়ে পুনরায় তড়ি গড়ি করে গ্যাসের প্রদান করে।