ঢাকা   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আ.লীগ সমর্থককে জোর করে লিফলেট দিচ্ছে বিএনপি নেতারা (রাজনীতি)        স্বপ্ন পূরণ হচ্ছে নাহিয়ানের, ফেব্রুয়ারিতে উৎক্ষেপণ হবে রকেট (বাংলাদেশ)        নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের (জাতীয়)        ব্যবসায়ী থেকে শুরু করে সবাই আতঙ্কের মধ্যে দিন পার করছে:রিজভী (জাতীয়)        আপিলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৬৮ জন (জাতীয়)        প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে রওশন এরশাদ (জাতীয়)        মেজর হাফিজকে বিদেশ যেতে দেয়নি সরকার (জাতীয়)        ভয়ংকর টর্নেডোয় তছনছ টেনেসি, নিহত কমপক্ষে ৬ (জাতীয়)        ২০০৯ সালের পরে শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন : ওবায়দুল কাদের (জাতীয়)        অবরোধের সমর্থনে গুলশানে শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল (জাতীয়)      

ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানবন্ধন

Logo Missing
প্রকাশিত: 04:19:44 pm, 2020-09-22 |  দেখা হয়েছে: 1 বার।

স্টাফ রিপোর্টার : সরকারের কঠোর সমালোচক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরুসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যা ধর্ষণ মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহে মানব্বন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। মানব্বন্ধন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ এতে বাধাঁ দেয়। পরে পুলিশের বাধাঁর মুখে মিছিলটি পন্ড হয়ে যায়। এসময় নেতাকর্মীদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুন কেরে নেয় পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গাঙ্গিনাপাড় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানব্বন্ধন কর্মসূচী পালন করা হয়। এদিকে মানব্বন্ধনের খবর পেয়ে আগে থেকেই কোতুয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা মানব্বন্ধনস্থলে অবস্থান নেন।
এ সময় মানব্বন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার প্রধান উপদেষ্টা আবুল বাশার, ঝুনু রঞ্জন দাস, জাফরুল ইসলাম, সদস্য নরুজ্জামান কবীর ও নূর মেহেদী প্রমুখ। মানব্বন্ধন চলাকালে নেতাকর্মীরা সরকারের কঠোর সমালোচনা করেন। সেই সাথে সরকারকে কঠোর হুশিয়ারী দিয়ে নুরুল হক নুরসহ অন্যান্য নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা এবং পুলিশ দিয়ে হয়রানী বন্ধের দাবি জানিয়েছেন।
এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালবাগ থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন ও ভিপি নুরসহ ছয়জনের নামে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
এরপর সোমবার রাতে রাজধানীর কতোয়ালী থানায় অপহরণ, ধর্ষন, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলায় নুরুসহ ছয়জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামিরা হলেন- নাজমুল হাসান সোহাগ, হাসান আল মামুন, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা, আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত নাজমুল হাসান।
এদিকে এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মৎস্য ভবন থেকে গ্রেফতার হন নুরুল হক নুর ৭ নেতাকর্মী। পরে নানা নাটকীয়তার পর ঐদিন মধ্যরাতেই নূরকে ছেড়ে দেয়া হয়।