ঢাকা   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আ.লীগ সমর্থককে জোর করে লিফলেট দিচ্ছে বিএনপি নেতারা (রাজনীতি)        স্বপ্ন পূরণ হচ্ছে নাহিয়ানের, ফেব্রুয়ারিতে উৎক্ষেপণ হবে রকেট (বাংলাদেশ)        নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের (জাতীয়)        ব্যবসায়ী থেকে শুরু করে সবাই আতঙ্কের মধ্যে দিন পার করছে:রিজভী (জাতীয়)        আপিলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৬৮ জন (জাতীয়)        প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে রওশন এরশাদ (জাতীয়)        মেজর হাফিজকে বিদেশ যেতে দেয়নি সরকার (জাতীয়)        ভয়ংকর টর্নেডোয় তছনছ টেনেসি, নিহত কমপক্ষে ৬ (জাতীয়)        ২০০৯ সালের পরে শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন : ওবায়দুল কাদের (জাতীয়)        অবরোধের সমর্থনে গুলশানে শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল (জাতীয়)      

গৌরীপুরের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

Logo Missing
প্রকাশিত: 09:14:27 pm, 2020-09-23 |  দেখা হয়েছে: 1 বার।

আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে অতি বৃষ্টিতে চলাচলের অযোগ্য ভাঙ্গা সড়ক নিজেদের অর্থ ব্যয়ে স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে স্বেচ্ছাশ্রমে এ সড়ক সংস্কার করেন তারা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় বইছে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি অতি বৃষ্টিতে ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চর থেকে সুতিয়াখালী বাজার পর্যন্ত আধা পাকা সড়কটির বেশ কয়েকটি স্থানে ধসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে গুরুত্বপূর্ন এ সড়কটি। কিন্তু প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও স্থানীয় কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে কোন উদ্যোগী না হওয়ায় অবশেষে এলাকাবাসী মিলে নিজেরা চাঁদা তুলে টানা তিন দিন স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করেছেন। এতে স্থানীয় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: গিয়াস উদ্দিন, জেলা বালু শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মকবুল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নূরুল ইসলাম প্রমূখ। এ সময় এলাকার যুবকদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে আরো অংশ গ্রহন করেন সালাম, রানা, রিয়াদ প্রমূখ। অপরদিকে একই ইউনিয়নের নাপ্তের আলগী বাজার থেকে ভোলার আলগী সড়কের নয়ারচর নামক স্থানে চলাচলের অযোগ্য ধসে পরা সড়কটি নিজ অর্থ ব্যয়ে সংস্কার করেছেন ভোলার আলগী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো: ফরিদুজ্জামান দোলন সরকার। এ সময় স্বেচ্ছাশ্রমে অংশ গ্রহন করে বিপ্লন সরকার, তামিম সরকার, অটো চালক বিল্লাল হোসেন, সোহেলসহ এলাকার সাধারন মানুষ।