ঢাকা   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Image Not Found!

সর্বশেষ সংবাদ

  আ.লীগ সমর্থককে জোর করে লিফলেট দিচ্ছে বিএনপি নেতারা (রাজনীতি)        স্বপ্ন পূরণ হচ্ছে নাহিয়ানের, ফেব্রুয়ারিতে উৎক্ষেপণ হবে রকেট (বাংলাদেশ)        নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের (জাতীয়)        ব্যবসায়ী থেকে শুরু করে সবাই আতঙ্কের মধ্যে দিন পার করছে:রিজভী (জাতীয়)        আপিলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৬৮ জন (জাতীয়)        প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে রওশন এরশাদ (জাতীয়)        মেজর হাফিজকে বিদেশ যেতে দেয়নি সরকার (জাতীয়)        ভয়ংকর টর্নেডোয় তছনছ টেনেসি, নিহত কমপক্ষে ৬ (জাতীয়)        ২০০৯ সালের পরে শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন : ওবায়দুল কাদের (জাতীয়)        অবরোধের সমর্থনে গুলশানে শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল (জাতীয়)      

সানরাইজার্সকে হারিয়ে প্লে অফে উঠল কলকাতা

Logo Missing
প্রকাশিত: 12:32:26 pm, 2018-05-20 |  দেখা হয়েছে: 1 বার।

কলকাতাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক কার্তিক। ছবি: টুইটার

আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭২ রান তুলেছিল সানরাইজার্স। তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে আইপিএলের প্লে অফে উঠল দিনেশ কার্তিকের দল।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতলে প্লে অফ নিশ্চিত। হারলে ভাগ্য সঁপে দিতে হবে অন্য দলের কাছে। এই সমীকরণ নিয়ে কলকাতা নাইট রাইডার্স পরের ওপর নির্ভর করে থাকেনি। হায়দরাবাদে আজ সাকিব আল হাসানদের ৫ উইকেটে হারিয়ে আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে দিনেশ কার্তিকের দল।

আগে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো সংগ্রহই পেয়েছিল সানরাইজার্স। শিখর ধাওয়ানের ৩৯ বলে ৫০ রানের সুবাদে ৯ উইকেটে ১৭২ রান তুলেছিল কেন উইলিয়ামসনের দল। তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন কলকাতার দুই ওপেনার সুনীল নারাইন ও ক্রিস লিন। প্রথম দুই ওভারেই ৩০ রান তুলে ফেলেন দুজন। এর মধ্যে সন্দীপ শর্মার করা দ্বিতীয় ওভার থেকেই ২০ রান তুলেছেন তাঁরা। চতুর্থ ওভারে সাকিবের শিকার হওয়ার আগে ১০ বলে ২৯ রান করেন নারাইন। তাঁদের ওপেনিং জুটিতে এসেছে ২২ বলে ৫২ রান।

দ্বিতীয় উইকেটে লিনের সঙ্গে রবীন উথাপ্পার ৬৭ রানের জুটি জয়ের সুবাস পাইয়ে দেয় কলকাতাকে। ১৪তম ওভারে লিনকে তুলে নেন সিদ্ধার্থ কাউল। ৪৩ বলে ৫৫ রান করেন লিন। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৫২ রান দরকার ছিল কলকাতার। উথাপ্পা ও দিনেশ কার্তিকের জুটি ১৭তম ওভার পর্যন্ত স্থায়ী হয়েছে। ১৬.৩ ওভারে উথাপ্পাকে তুলে নেন কার্লোস ব্রাফেট। ফেরার আগে ৩৪ বলে ৪৫ রান করেন উথাপ্পা।

কলকাতা অধিনায়ক কার্তিক দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ১৮তম ওভারে আন্দ্রে রাসেল (৪) ফিরে গেলেও কার্তিক খেলেছেন তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে। বলের চেয়ে রানের সংখ্যা বাড়তে দেননি। শেষ ১৮ বলে ১৮ রান দরকার ছিল কলকাতার। এখান থেকে শেষ ১২ বলে লক্ষ্যটা নেমে এসেছে ১০ রানে এবং শেষ ওভারে তা ৫ রানে নেমে এসেছে। ২ বল হাতে রেখেই দলকে ৫ উইকেটের জয় এনে দেন কার্তিক। ২২ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কলকাতা।

এর আগে ব্যাটিংয়ে নামা সানরাইজার্সের হয়ে দুর্দান্ত শুরু করেছিলেন ধাওয়ান ও শ্রীভাত গোস্বামী। ৮.৪ ওভারে গোস্বামী (৩৪) আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে এসেছে ৭৯ রান। ৩৬ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। সাকিব শেষ দিকে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি। ২ বাউন্ডারিতে ৭ বলে ১০ রান করে ফিরেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।