সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে একটি এয়ার শো’য়ের সময় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে প্রাণে রক্ষা পেয়েছেন পাইলট ও এক আরোহী। রোববার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিশিগানে হয় এ দুর্ঘটনা। একটি অ্যাপার্টমেন্ট ভবনের পার্কিংয়ের স্থানে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। খবর সিএনএন এর।
কর্তৃপক্ষ বলছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি টের পান পাইলট। এরপরই জরুরি অবতরণের চেষ্টা করেন তিনি। বিপত্তি বুঝতে পেরে শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে ঝাপিয়ে পড়েন দু’জন। এ ঘটনায় সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতালে নেয়া হয় পাইলট ও ওই আরোহীকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় তাদের।
অবশ্য কেনো এ দুর্ঘটনা ঘটলো তার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।