সর্বশেষ সংবাদ
জেরুসালেমে রকেট হামলার নিরাপত্তা সাইরেন বেজে ওঠায় বন্ধ করে দেয়া হয়েছে সেখানে চলতে থাকা ইসরাইলের পার্লামেন্ট নেসেটের অধিবেশন।
নিরাপদ কক্ষগুলোতে সরিয়ে নেয়া হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কর্মকর্তাদের।
এদিকে, প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, উচ্চ শব্দে সাইরেন বাজছিল। রামাল্লাহ থেকেও তা শুনতে পাওয়া যায়।
যুদ্ধই চান নেতানিয়াহু
এর আগে নেসেটে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
তার বক্তব্য পর্যালোচনা করে দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিসের সহকারী অধ্যাপক তামের কারমুত বলেছেন, ‘নেসেটে নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তাতে তার কণ্ঠে যুদ্ধের বিষয়ই ফুটে ওঠেছে। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধই চান। আমি তার বক্তব্যে কোনো পরিবর্তন বা শীতলতা দেখতে পাইনি। বিষয়টি উদ্বেগজনক।’
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২,৮০৮
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, সেখানে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৮০৮ জন হয়েছে এবং আহতের সংখ্যা ১০ হাজার ৮৫৯ জন।
সূত্র : আলজাজিরা